মোট ৪ (চার) ভাবে অনলাইনে সার্চ করে জমির খতিয়ান যাচাই করা যায়ঃ
১। খতিয়ান নম্বর জানা থাকলে খতিয়ান নম্বর দিয়ে সার্চ করে,
২। দাগ নম্বর জানা থাকলে দাগ নম্বর দিয়ে সার্চ করে,
৩। জমির মালিকের নাম জানা থাকলে জমির মালিকের নাম দিয়ে সার্চ করে এবং
৪। জমির মালিকের পিতা বা স্বামীর নাম জানা থাকলে মালিকের পিতা বা স্বামীর নাম দিয়ে সার্চ করে।
::: অনলাইন সার্চের লিংক ::: https://eporcha.gov.bd/
Comments: